শহরের অন্যতম গণেশ পুজো এবার কেদারনাথ থিমে

শিলিগুড়ি শহরে গণেশ পুজোর ইতিহাসে এক বিশেষ নাম “শিলিগুড়ি গণেশ পুজো ওয়েলফেয়ার সোসাইটি”। তাদের পুজো এবারে ১৯তম বর্ষে পদার্পণ করছে। শহরের প্রথম গণেশ পুজো হিসেবে পরিচিত এই পুজো প্রতিবছরই দর্শনার্থীদের নজর কাড়ে অভিনব থিম ও জাঁকজমকপূর্ণ আয়োজনের জন্য।

তাদের এবারের থিম “কেদারনাথ মন্দির” এবছর পুজোর উদ্বোধন হতে চলেছে ২৬শে আগস্ট। থিম নির্মাণ এবং প্রতিমা তৈরির জন্য কলকাতা থেকে আনা হয়েছে দক্ষ ও স্বনামধন্য শিল্পীদের। আয়োজক কমিটির তরফে জানানো হয়েছে, গোটা পুজোর বাজেট প্রায় ৩০ লক্ষ টাকা। শুধু প্যান্ডেল বা প্রতিমা নয়, আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও থাকবে বিশেষ চমক।