শহরে তীব্র যানজট নিয়ন্ত্রণে অবশেষে কঠোর পদক্ষেপের পথে হাঁটছে শিলিগুড়ি পুরসভা। মেয়র গৌতম দেব বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকের পর ঘোষণা করেছেন যে রাজ্য সরকারের নির্দেশ মেনে আগামী তিন মাসের মধ্যে টোটো নিয়ন্ত্রণে নতুন গাইডলাইন চালু হবে।
পরিবহন দপ্তর সূত্রে জানা যায়, এই গাইডলাইনের মূল ভিত্তি হবে ‘এক ব্যক্তি-এক টোটো’ নীতি। শহরে বহু প্রভাবশালী ব্যক্তির একাধিক টোটো কিনে ভাড়ায় খাটানোর প্রবণতা রুখতেই এই সিদ্ধান্ত।কঠোর নিয়মাবলী:
রাস্তা নিয়ন্ত্রণ: শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ স্পষ্ট জানিয়েছে, নতুন নিয়মে জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে টোটো চলতে দেওয়া হবে না।
ট্র্যাফিক আইন: যেখানে-সেখানে টোটো দাঁড় করানো বা ইচ্ছেমতো যাত্রী তোলা-নামানো যাবে না। ট্র্যাফিক আইন ভাঙলে চালকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
অবৈধ শো-রুম বন্ধ: মেয়র জানিয়েছেন, শহর ও শহরতলিতে অবৈধ অ্যাসেম্বলড টোটোর শো-রুমগুলো চলতে দেওয়া হবে না। এই বিষয়ে জলপাইগুড়ি ও দার্জিলিং জেলা প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হবে।
বর্তমানে পুরসভার দেওয়া টিআইএন-যুক্ত ৫৭০০টির জায়গায় প্রায় ৪০ হাজারেরও বেশি টোটো শহরে চলাচল করছে। এই বিপুল সংখ্যা নিয়ন্ত্রণ করাই প্রশাসনের মূল চ্যালেঞ্জ।
