বালুরঘাটে অনলাইন আর্থিক প্রতারণা চক্রের হদিস, গ্রেফতার ৩ অভিযুক্ত

দেশ জুড়ে ছড়িয়ে থাকা অনলাইন আর্থিক প্রতারণা চক্রের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করল বালুরঘাট সাইবার ক্রাইম থানা ও দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। রাতভর অভিযান চালিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার অন্তর্গত দত্তমাটি, বিশ্বনাথপুর ও কালনা এলাকা থেকে এই তিনজনকে গ্রেফতার করা হয়।

ধৃতরা, বুলবুল হোসেন মন্ডল, জুয়েল সরকার, ও মমিনুর মন্ডল।
তাঁদের কাছ থেকে ৮টি সিমকার্ড, ৬টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ৩৩টি এটিএম কার্ড বাজেয়াপ্ত করে পুলিশ।

এক সাংবাদিক বৈঠকে বালুরঘাট ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ জানান, “এই চক্র সাধারণ মানুষকে অর্থ উপার্জনের প্রলোভন দেখিয়ে তাঁদের নামে ব্যাঙ্ক একাউন্ট খোলাতো ও সিমকার্ড সংগ্রহ করত। পরে সেই অ্যাকাউন্ট ও সিমকার্ড ব্যবহার করে বিভিন্ন জায়গায় অনলাইন আর্থিক প্রতারণা চালাতো। প্রতারণার টাকা মূলত সেই ভুয়ো অ্যাকাউন্টগুলিতে ঢুকত। আর সাধারণ মানুষ সামান্য লাভের আশায় নিজেরাই এই ফাঁদে পা দিতেন।”

অভিযুক্তদের এদিন বালুরঘাট আদালতে তোলা হবে ও পুলিশ হেফাজ আবেদন জানানো হবে। পুলিশের অনুমান, এই চক্রের নেটওয়ার্ক দেশজুড়ে বিস্তৃত ও আরও তদন্তের মাধ্যমে তার শিকড় খুঁজে বের করার চেষ্টা চলছে।

দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানার এই সাফল্যে পুলিশের তরফে বড়সড় কৃতিত্ব হিসেবে দেখা হচ্ছে।