জলপাইগুড়ি শহর লাগোয়া পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীন পাত কাটা কলোনির পাশেই রয়েছে বৈকুণ্ঠপুর বনাঞ্চল, আর এতেই এখন শিরে সংক্রান্তি এলাকাবাসীর, সবে মাত্র বাড়ির গাছের আমে রং ধরেছে আর তাতেই বনাঞ্চল থেকে দলে দলে বাদর এসে শুরু করেছে অপারেশন ম্যাংগো। বৃষ্টিকে উপেক্ষা করেই আমের গন্ধে লোকালয়ে হানা দিয়েছে বাদর বাহিনী। এলাকায় বাঁদরের উৎপাতে অতিষ্ট বাসিন্দারা।
জলপাইগুড়িতে শুরু অপারেশন ম্যাংগো
