মহানগরীর বুকে ঘটে যাওয়া অগ্নিকান্ড নিয়ে সরকারকেই দোষারোপ করলেন বিরোধী দলনেতা

সম্প্রতি মহানগরীর বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনার সময়ই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘার জগন্নাথ মন্দির নিয়ে ব্যস্ত ছিলেন। সেই সময়ই কলকাতায় ঘটে যায় ভয়াবহ অগ্নিকাণ্ড বড়বাজারের একটি হোটেলে আগুন লাগে। ছয় তলা সেই হোটেলের ঘরে দমবন্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ১৩ জন।

এই ঘটনায় রাজ্যকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষ্যে সোমবারই দিঘায় পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গ নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বলেন, ‘কলকাতাকে জতুগৃহে রূপান্তরিত করে মুখ্যমন্ত্রীর সঙ্গে গোটা সরকার দিঘায় ছুটি কাটাতে চলে গিয়েছিল। ওরা জলসা নিয়ে ব্যস্ত। দমকলের হাইড্রোলিক ল্যাডারও ছিল না। দ্রুত উদ্ধারকাজ শুরু করা গেলে প্রাণহানির সংখ্যা অনেক কমানো যেত’। তিনি বলেন, তৃণমূল আমলে বিগত ১৫ বছরে শহর কলকাতায় ৮টি ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। তাতে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ‘অগ্নি নির্বাপণ নিয়ে সরকারের যে কোনও মাথাব্যথা নেই, সেটা একাধিক ঘটনাগুলি থেকে পরিষ্কার। কলকাতাকে এরা জতুগৃহে রূপান্তরিত করেছে’।