যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় আদালতের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায়। এই ঘটনা এবার এই পরিস্থিতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় আদালতের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দুর দাবিগুলি হল ছাত্র মৃত্যুর ঘটনায় ইউএপিএ ধারা যুক্ত করা, অবিলম্বে এনআইএ তদন্ত এবং ক্যাম্পাসে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলার আবেদনও করেন নন্দীগ্রামের বিধায়ক। মামলার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা।

পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে সেন্ট্রাল ফোর্স মোতায়েনের দাবিও জানিয়েছেন শুভেন্দুর আইনজীবী। গত ৯ অগস্ট যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনা ঘটে।