বন্যা বিধ্বস্ত ধূপগুড়িতে দুর্গতদের পাশে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

বন্যা বিধ্বস্ত মানুষের দুরবস্থার খোঁজ নিতে বৃহস্পতিবার ধূপগুড়ি মহকুমার গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের কুড়শামারি এলাকায় পৌঁছান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এলাকায় ঘুরে তিনি দুর্গতদের সঙ্গে কথা বলেন সাথে তাঁদের হাতে তুলে দেন ত্রাণ সামগ্রী।

এদিন তাঁর সঙ্গে ছিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, ফালাকাটার বিধায়ক দীপক বর্মন, নাগরাকাটার বিধায়ক পুনা ভেঙরা সহ বিজেপির জেলা ও মণ্ডল নেতৃত্ব। শুভেন্দু অধিকারী স্থানীয় প্রশাসনের ত্রাণ কার্য নিয়ে অসন্তোষ প্রকাশ করে। তিনি অভিযোগ করেন, “দুর্গতদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা অত্যন্ত শোচনীয়। দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।”

এরপর তিনি নাগরাকাটায় খগেন মুর্মু ও শংকর ঘোষের ওপর হামলার ঘটনার প্রতিবাদে বিজেপির ধিক্কার মিছিলে যোগ দেন। ওই ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিও জানান তিনি।