জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি অঞ্চলের ভূজারী পাড়া বুথ এলাকায় বিষ প্রয়োগ করে ব্যাপক পাখি হত্যার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার এক বাসিন্দা নিজের জমিতে বিষ প্রয়োগ করলে তাতে বহু পাখি ঘটনাস্থলেই মারা যায় বলে অভিযোগ।
তবে স্থানীয়দের দাবি, বিষক্রিয়ায় মৃত পাখি ও মুরগির মোট সংখ্যা ২০০ ছাড়িয়ে যেতে পারে। অনেক পাখি ওই জমিতে বিষমিশ্রিত খাদ্য খেয়ে কিছুটা দূরে গিয়ে মারা পড়ে রয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সোচ্চার হন সোমবার সকালে। পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণের স্বার্থে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।
