উন্নয়নের সুফল প্রচারে ‘উন্নয়নের পাঁচালী’

রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুফল সাধারণ মানুষের কাছে আরও সহজ ও স্পষ্টভাবে তুলে ধরতে শিলিগুড়িতে শুরু হল ‘উন্নয়নের পাঁচালী’ নামক বিশেষ টেবলো প্রচার। বুধবার এই টেবলোর সূচনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। তাঁর সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র, পুরনিগমের একাধিক কাউন্সিলর ও আধিকারিকরা।

অনুষ্ঠানে মেয়র গৌতম দেব জানান, রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্প স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজ সাথী, খাদ্যসাথী-সহ একাধিক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। উনার কথায়, উন্নয়নের কাজের পাশাপাশি সেই উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়াও সমান গুরুত্বপূর্ণ।

তিনি আরও জানান, ‘উন্নয়নের পাঁচালী’ টেবলোটি শিলিগুড়ি পুরনিগম এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ছাড়াও ডাবগ্রাম-ফুলবাড়ী ও সংলগ্ন আরও কয়েকটি এলাকায় পরিক্রমা করবে। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এই প্রচার অভিযান চলবে। এই সময়ের মধ্যে প্রতিটি ওয়ার্ড ও জনবহুল এলাকায় পৌঁছে রাজ্য সরকারের উন্নয়নের চিত্র ও প্রকল্পের তথ্য তুলে ধরা হবে বলে জানান মেয়র।