আচমকাই বিপত্তি, সৃষ্টি হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি। হাওড়ার বাঙালবাবু ব্রিজে দেখা দিল ফাটল। প্রসঙ্গত, হাওড়াবাসীর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেতু। কারণ, এটি মধ্য হাওড়া সঙ্গে উত্তর হাওড়া তথা বালি-বেলুড়-লিলুয়ার সংযোগ স্থাপনকারী ব্রিজ এটি।
হাওড়ার বাঙাল বাবু এই ব্রিজের ফাটল ধরার কারণ যদিও এখনো স্পষ্ট নয়। তবে এই ব্রিজের পাশেই রেলের তরফ থেকে তৈরি করা হচ্ছে একটু অন্য ফ্লাইওভার। যার ফলে স্থানীয় বাসিন্দারা মনে করছে, নতুন ফ্লাইওভারটি তৈরি করার সময় যে ভাইব্রেশন হচ্ছে তার জেরে বাঙাল বাবু ব্রিজে ফাটল দেখা দিয়েছে।
হাওড়া পুরসভার তরফে সরাসরি অভিযোগ তোলা হয়েছে রেলের বিরুদ্ধে। রেলের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী। যদিও রেলের তরফ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ বিষয়টি জরুরি ভিত্তিতে খতিয়ে দেখা হচ্ছে এবং এই বিষয়ে নিয়ে রেলের তরফে একটি বৈঠকও ডাকা হয়েছে।
