সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার এই ঘটনায় পরেই তাই অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। এরই মধ্যে সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি দিলেন ১৬টি বিরোধী দলের নেতারা।
‘অপারেশন সিঁদুর’ নিয়ে জাতীয় রাজধানীতে আয়োজিত একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি), সমাজবাদী পার্টি (এসপি), শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী)-সহ একাধিক দলের নেতারা।চিঠিতে স্বাক্ষর করেছেন কংগ্রেসের জয়রাম রমেশ ও দীপেন্দ্র হুডা, তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন, সমাজবাদী পার্টির রামগোপাল যাদব, আরজেডি-র মনোজ ঝা এবং শিবসেনার সঞ্জয় রাউত।
এদিকে শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি (এসপি) এই চিঠিতে সই করেনি। পহেলগামে সাম্প্রতিক জঙ্গি হামলার পর থেকেই বিরোধী দলগুলি বিশেষ অধিবেশন দাবি করে আসছে। এই অপারেশন সংক্রান্ত তথ্য জানাতে ডাকা সর্বদলীয় বৈঠকেও এই দাবি তোলা হয়েছে।
