আদালতের নির্দেশ মতো গতকাল রাতেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আসা হয় প্রেসিডেন্সি সংশোধনাগারে। জেল সূত্রে খবর, সেই ঘরে একটি মাত্র সেলিং ফ্যান রয়েছে। পার্থ চট্টোপাধ্যায়কে দুটি কম্বল দেওয়া হয়,সেই তিনি কম্বল মেঝেতে পেতে ঘুমিয়েছিলেন।
জেল সূত্রে আরও জানা গেছে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে প্রেসিডেন্সির সংশোধনাগারে সেখানে রাখা হয়েছে, সেই ব্লকে রয়েছেন প্রায় ১৫০ জন হাইপ্রোফাইল বন্দি। গতকাল রাতে জেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে।