পদাতিক এক্সপ্রেসের ইঞ্জিনের সমস্যা দেখা দেওয়ায়, চরম দুর্ভোগের মুখে পড়তে হয়েছে যাত্রীদের

পদাতিক এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল। প্রায় দুই ঘণ্টা ধরে যাত্রী দুর্ভোগ। জলপাইগুড়ি রানীনগর station এর কাছে ঘটনা। জলপাইগুড়ি বেলাকোবা এবং রানীনগড় স্টেশনের কাছে দাঁড়িয়ে আছে পদাতিক। ইঞ্জিন বিকল, 12377 up Padatik.  10.05 am জলপাইগুড়ি রোড স্টেশন ঢোকার সময়।

কিন্তু প্রায় দুই ঘন্টা হলেও ট্রেন পৌঁছায়নি। চরম সমস্যা ট্রেন যাত্রী থেকে শুরু করে স্টেশন চত্বরে দাঁড়িয়ে থাকা টোটো চালকরা। ঘটনাস্থানে রেলের কর্মী আধিকারিক থেকে শুরু করে আরপিএফ এবং জিআরপি কর্মকর্তারা।

প্রায় ঘন্টা দুয়েক পর রানীনগর স্টেশনে বিকল ট্রেনটিকে নিয়ে আসার পর  সচল করে ইঞ্জিন পাল্টে নিউ আলিপুরের উদ্দেশ্যে রওনা করিয়ে দেওয়া হয় বলে রেল সূত্রে খবর।