চলতি বছর শেষে নতুন রেল পাবে যাত্রীরা

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। ভারতের দীর্ঘ যাত্রার ক্লান্তি এবার অতীত হতে চলেছে। ডিসেম্বরের মধ্যে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন রেললাইনে ছুটতে শুরু করবে।

ইতিমধ্যে ভারতীয় রেল জোড় কদমে এর ট্রায়াল রানের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। রেলের সূত্র অনুযায়ী, বেঙ্গালুরুতে ভারত আর্থ মুভার্স লিমিটেড কারখানায় এই দুটি র‍্যাক তৈরি করা হচ্ছে। যার মধ্যে একটি র‍্যাকের ফিনিশিং এর কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আর এই প্রথম র‍্যাকটি নামানো হবে আগামী ১২ ডিসেম্বর।

বন্দে ভারত স্লিপার ট্রেনের ট্রায়াল রান শীঘ্রই পাটনা-দিল্লি রুটে শুরু হবে। এই ট্রেনে মোট ১৬ টি কোচ থাকবে। আর তাতে ৮২৭ টি বার্থ থাকবে। পাশাপাশি, ফার্স্ট এসিতে থাকবে ১ টি কোচ অর্থাৎ ২৪ টি বার্থ। সেকেন্ড এসিতে থাকবে ৪ টি কোচ অর্থাৎ ১৮৮ টি বার্থ। থার্ড এসিতে থাকবে ১১ টি কোচ অর্থাৎ ৬১১ টি বার্থ। যদি প্রয়োজন পড়ে তাহলে কোচের সংখ্যা ২৪ টিতে করা হতে পারে।