দায়িত্বশীল ভাবে প্যাকেজিং বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা প্রসারের অংশ হিসাবে পেপসিকো ইন্ডিয়া কলকাতায় তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটে বার্ষিক প্লগ রান আয়োজন করল। ভারত সরকারের স্বচ্ছ ভারত মিশনের সমর্থনে আয়োজিত এই উদ্যোগে একত্রিত হয়েছিলেন কোম্পানির কর্মীরা ও সাধারণ মানুষ। তাঁরা সবাই মিলে জগিং করতে-করতে আবর্জনা তুলেছেন। এর সূচনা করেন পেপসিকো ইন্ডিয়ার প্ল্যান্ট হেড- কলকাতা জরিনা সায়েদ। পেপসিকো ইন্ডিয়া আয়োজিত এই প্লগ রান-এ অংশীদার হিসাবে ছিল দ্য সোশ্যাল ল্যাব (টিএসএল) ও বরুণ বেভারেজেজ লিমিটেড (ভিবিএল)। কলকাতায় এই নিয়ে টানা সাত বছর ধরে প্লগ রান আয়োজিত হল। এ বছর ২০০-র বেশি মানুষ অংশগ্রহণ করেছেন। এঁদের মধ্যে আছেন কর্মচারী, স্বেচ্ছাসেবী, ও সাধারণ মানুষ। তাঁরা তিন কিলোমিটার দীর্ঘ অঞ্চল থেকে প্রায় ৪০০ কিলোগ্রাম বর্জ্য তুলেছেন। যে-বর্জ্য তোলা হয়েছে, সেগুলোকে আলাদা-আলাদা ভাবে ভাগ করে রিসাইকেল করা হবে। এই উদ্যোগের মাধ্যমে পেপসিকো ইন্ডিয়ার একটি প্রয়াস প্রতিফলিত হয়েছে। বর্তমানে চলতে থাকা তাদের এই প্রয়াসটি হল এই যে, প্যাকেজিং বর্জ্যকে যাতে দায়িত্বশীল ভাবে তুলে রিসাইকেল করা হয়, তার জন্য সবাইকে উত্সাহিত করা।
এই উদ্যোগ সম্পর্কে পেপসিকো ইন্ডিয়ার প্ল্যান্ট হেড- কলকাতা জরিনা সায়েদ বললেন, “পেপসিকো ইন্ডিয়া-তে আমরা বিশ্বাস করি, যৌথ প্রয়াসের মধ্য দিয়েই সত্যিকারের অগ্রগতির সূচনা হয়। স্বচ্ছতা দিবসের ভাবধারা নিয়ে আয়োজিত প্লগ রান-এ এই দিকটি প্রতিফলিত হয় যে আমাদের কর্মচারীরা, তাঁদের পরিবারগুলি ও সাধারণ মানুষ কী ভাবে একত্রিত হন জগিং করার জন্য এবং বর্জ্য তুলে সেগুলিকে রিসাইকেল করার কাজে যুক্ত হন। এটা দেখে আমরা খুব উত্সাহ বোধ করি যে একটি ভাল উদ্দেশ্যকে সফল করার জন্য কী ভাবে বহু মানুষ প্রবল উত্সাহ-উদ্দীপনা সহ অংশগ্রহণ করেন এবং একটি টিম হয়ে কাজ করেন। এই ভাবে আমাদেরই দর্শন যেন প্রাণবন্ত হয়ে ওঠে। আমাদের দর্শনটি হল ‘অগ্রগতির জন্য অংশীদারিত্ব‘। এই ধরনের উদ্যোগগুলির মাধ্যমে আমরা বিভিন্ন মানুষ ও তাঁদের বসবাসের অঞ্চলের মধ্যে সম্পর্ককে মজবুত করে তুলি। এটাই আমাদের লক্ষ্য। তার পাশাপাশি আমরা নিজেদের এই দায়বদ্ধতাও পালন করি যে আমাদের আরও পরিচ্ছন্ন, আরও স্বাস্থ্যকর ও আরও সংযুক্ত জন সম্প্রদায় গড়ে তুলতে হবে।”
২০২৪-এ প্লগ রান-এর কলকাতা শহর সংস্করণে ২০০ জন অংশগ্রহণ করেছিলেন। এঁদের মধ্যে ছিলেন কর্মচারী, স্বেচ্ছাসেবী ও স্থানীয় মানুষ। তাঁরা ৩৬০ কিলোগ্রাম বর্জ্য তুলেছেন। প্লগ রান-এ সমমনস্ক মানুষরা একত্রিত হন, যাঁরা ফিটনেসের সঙ্গে পরিবেশকে সুস্থ রাখার মতন কাজকর্মকে মিলিয়ে দেন, সেই সঙ্গে এখানে বিভিন্ন জন সম্প্রদায়কে গুরুত্বপূর্ণ কাজে যুক্ত করা হয়। যেমন- প্লাস্টিক বর্জ্যের ব্যবস্থাপনা ও সেগুলিকে দায়িত্বশীল ভাবে রিসাইকেল করা। এই কর্মসূচির মূলে আছে পেপসিকো ইন্ডিয়ার ‘পার্টনারশিপ অব প্রগ্রেস‘ (অগ্রগতির জন্য অংশীদারিত্ব) দর্শন। এই উদ্যোগে সহায়তা করেছে বরুণ বেভারেজেজ লিমিটেড-এর মতন অংশীদাররা। এই যৌথ সহযোগিতার মাধ্যমে পেপসিকো ইন্ডিয়া ও তাদের অংশীদাররা একসঙ্গে মিলে কাজ করেছে এটা দেখানোর জন্য যে প্লাস্টিক বর্জ্যকে কী ভাবে তুলতে হয় এবং তারপর সেগুলিকে কী ভাবে রিসাইকেল করে উপযোগী জিনিসপত্রে পরিণত করতে হয়।
