কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনসমূহ ও সংযুক্ত কিষান মোর্চার আহ্বানে মঙ্গলবার ১৭ই ডিসেম্বর ২০২৫ মহানন্দা নিরঞ্জন ঘাট থেকে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। দুপুর প্রায় ২টা নাগাদ শুরু হওয়া এই মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে পিএফ অফিসের সামনে পৌঁছয়, যেখানে ঘেরাও কর্মসূচি পালন করা হয়।
এই কর্মসূচিতে বিভিন্ন শ্রমিক সংগঠন ও কৃষক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা শ্রমিক স্বার্থ রক্ষা, পিএফ সংক্রান্ত বিভিন্ন দাবি এবং কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিতে স্লোগান দেন। মিছিল চলাকালীন গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে প্রতিবাদী আওয়াজে।
পিএফ অফিসের সামনে ঘেরাও কর্মসূচি চলাকালীন সংগঠনের পক্ষ থেকে দাবি তোলা হয়, শ্রমিকদের প্রাপ্য সুযোগ-সুবিধা দ্রুত কার্যকর করতে হবে এবং কৃষকদের সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। সংগঠনের নেতৃত্ব জানান, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে।এদিনের কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। পরিস্থিতির ওপর নজর রাখতে ঘটনাস্থলে মোতায়েন ছিল পুলিশ বাহিনী।
