বছরের শেষ দিনে শিলিগুড়ি–বাগডোগরায় পিকনিক স্পটগুলোতে উপচে পড়া ভিড়

আজ বছরের শেষ দিন আর সকাল থেকেই শহর শিলিগুড়ি এবং তার পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ বাগডোগরা এম এম তরাই পিকনিক স্পটে উপচে পড়া ভিড়। কেউবা বলছেন সকাল থেকেই পিকনিকের মুডে রয়েছেন। কেউ আবার বলছে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন। অপরদিকে কোনরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য মোতায়েন রয়েছে বাগডোগরা থানার পুলিশ।