দুধিয়ায় লোহার সেতুর পিলার বিপ*জ্জনকভাবে ঝুঁকে পড়ছে, এলাকায় তীব্র আত*ঙ্ক

পাহাড়ে নতুন করে বৃষ্টি না হওয়ায় বালাসন নদীর জলস্তর কিছুটা কমেছে। তবে দুধিয়ায় ভেঙে পড়া লোহার সেতুর পরিস্থিতি এখনও উদ্বেগজনক। সেতুর ভাঙা পিলার ক্রমশ ঝুঁকে পড়ছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ফলে নদীপারের বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক।

সোমবার সকাল থেকেই ঘটনাস্থল কার্যত শুনশান। স্থানীয় প্রশাসন সেতু সংলগ্ন এলাকায় যাতায়াত বন্ধ রেখেছে। দ্রুত বেইলি ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছে। সেনা কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দল আজ ঘটনাস্থলে পৌঁছানোর কথা রয়েছে, তারা ক্ষয়ক্ষতি ও নতুন ব্রিজ নির্মাণের সম্ভাবনা খতিয়ে দেখবে বলে জানা গেছে।

অন্যদিকে, মুখ্যমন্ত্রীও আজ দুধিয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতির পর্যালোচনা করবেন বলে প্রশাসনিক সূত্রে খবর।

বৃষ্টির দাপটে পাহাড়ি অঞ্চলে ধস ও সেতু ভাঙনের কারণে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা দ্রুত বিকল্প ব্রিজ তৈরির দাবি তুলেছে, যাতে সাধারণ মানুষ ও পর্যটকদের যাতায়াত স্বাভাবিক করা যায়।