জলপাইগুড়ি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই উপলক্ষে শুক্রবার একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ির মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক স্বরূপ বিশ্বাস প্রমুখ।
বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করা হয়। ঠাকুর পঞ্চানন বর্মা স্মারক ভবনে আয়োজিত অনুষ্ঠানে কবিগুরুর ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত ব্যক্তিত্বরা।
বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও অংশ নেন অনুষ্ঠানে। কবিগুরু জীবনী নিয়ে নানা কথা তুলে ধরেন উপস্থিত গুণীজনেরা।
