শহরকে যানজটমুক্ত ও পথচারীদের জন্য নিরাপদ করতে ফের সক্রিয় হল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার শিলিগুড়ি ট্রাফিক বিভাগের উদ্যোগে আশিঘর সংলগ্ন এলাকায় পরিচালিত হয় একটি বিশেষ দখলমুক্ত অভিযান। দীর্ঘদিন ধরেই ওই এলাকার ফুটপাত দখল, বেআইনি দোকান, এলোমেলোভাবে রাখা সামগ্রী ও অবৈধ পার্কিংয়ের কারণে রাস্তায় নিত্য যানজটের অভিযোগ উঠছিল।
এদিনের অভিযানে ফুটপাত দখল করে রাখা বিভিন্ন সামগ্রী সরিয়ে দেওয়া হয়। অবৈধ অস্থায়ী দোকানগুলোকে সতর্ক করা হয় এবং বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্তও করে পুলিশ। ট্রাফিক আধিকারিকদের দাবি, পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে ও যান চলাচল সচল রাখতে এই ধরনের অভিযান অত্যন্ত জরুরি। স্থানীয়দের একটি বড় অংশ জানায়, প্রতিদিনের ব্যস্ত সময়ে আশিঘর মোড়ে যানজট নিত্য সমস্যা হয়ে দাঁড়ায়। ফুটপাত দখল ও নিয়মবহির্ভূত পার্কিং এর অন্যতম কারণ। তাই পুলিশের এমন উদ্যোগে তারা স্বাগত জানাচ্ছেন।
ট্রাফিক বিভাগের এক আধিকারিক জানান,“ফুটপাত পথচারীদের। দখলদারি রুখতেই আমাদের এই অভিযান। শহরের আরও বিভিন্ন এলাকায় আগামী দিনে এমন তৎপরতা বাড়ানো হবে।”পুলিশের দাবি—নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থার ফলে ফুটপাত দখল অনেকটাই কমবে এবং শহরের যানবাহন চলাচল আরও স্বাভাবিক হবে। পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ধারাবাহিক অভিযান চালিয়ে যাবে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।
