বাগরাকোটে পুলিশের উপর ঢিল ছোঁড়া এবং অশান্তি সৃষ্টির অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

শিলিগুড়ি বাগরাকোটে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়া ও অশান্তি পাকানোর ঘটনায় ৮ জনকে গ্রেফতার করল পুলিশ। ক্রিকেটে খেলাকে কেন্দ্র করে কয়েকদিন আগে ঝামেলার সুত্রপাত হয়। সেই ঘটনায় মঙ্গলবার হর্কাস কর্ণারের দোকান থেকে এক যুবকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ ওঠে পুরনিগমের ৬ নম্বর ওয়ার্ডের কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনায় দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়ে শিলিগুড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়ক শংকর ঘোষ।

এই পর ঘটনার রেশ এসে পড়ে পুরনিগমের ২০ ও ২৮ নম্বর ওয়ার্ডে। দুই ওয়ার্ডের মধ্যে ব্যাপক ঝামেলা তৈরি হয়। পরিস্থিতি হাতের নাগালে চলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় পুলিশ এলে স্থানীয়রা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ে। পাল্টা কাঁদানে গ্যাসে সেল ফাটায় পুলিশ। এই ঘটনায় পুলিশ স্বপ্রণোদিত মামলা রুজু করে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করে পুলিশ।

বৃহস্পতিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পাঠানো হয়। অন্যদিকে বাগরাকোট এলাকায় পুলিশ পিকেটিং বসানো হয়েছে। নতুন করে এলাকায় অশান্তি  না হলেও থমথমে হয়ে রয়েছে গোটা এলাকা।