কোচবিহারে বনধ ঘিরে ধুন্ধুমার, কাছারি মোড় এলাকা থেকে আন্দোলনকারীদের আটক করল পুলিশ

দেশব্যাপী ২৪ ঘণ্টার বনধে কোচবিহার শহরের কাছারি মোড় সংলগ্ন এলাকায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বনধের সমর্থনে পথে নামে বামপন্থী শ্রমিক সংগঠনের কর্মী-সমর্থকরা। সেই সময়েই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আন্দোলনকারীরা রাস্তা অবরোধ করার চেষ্টা করলে তাঁদের সরে যেতে বলা হয়। কিন্তু তাতে কর্ণপাত না করায় পুলিশ হস্তক্ষেপ করে ও বেশ কয়েকজন কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী। যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, সে জন্য শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ও নজরদারি জোরদার করা হয়েছে।

আটক হওয়া কর্মীদের মুক্তির দাবিতে প্রতিবাদে ফেটে পড়েছেন আন্দোলনকারীরা। তবে এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।