দেশব্যাপী ২৪ ঘণ্টার বনধে কোচবিহার শহরের কাছারি মোড় সংলগ্ন এলাকায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বনধের সমর্থনে পথে নামে বামপন্থী শ্রমিক সংগঠনের কর্মী-সমর্থকরা। সেই সময়েই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আন্দোলনকারীরা রাস্তা অবরোধ করার চেষ্টা করলে তাঁদের সরে যেতে বলা হয়। কিন্তু তাতে কর্ণপাত না করায় পুলিশ হস্তক্ষেপ করে ও বেশ কয়েকজন কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী। যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, সে জন্য শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ও নজরদারি জোরদার করা হয়েছে।
আটক হওয়া কর্মীদের মুক্তির দাবিতে প্রতিবাদে ফেটে পড়েছেন আন্দোলনকারীরা। তবে এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।
