শহরে মাদকের বিরুদ্ধে টানা অভিযান চালাচ্ছে পুলিশ। গত তিনদিন ধরে রাতের পর রাত অভিযান চালানো হয় বিভিন্ন এলাকায়। শুক্রবার রাত সাড়ে ১০টা পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ে অবৈধ তিনজন মাদক ব্যবসায়ী।
শহরের একাধিক মদের আড্ডায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ নষ্ট করে দেওয়া হয়। পুলিশের লাঠিচার্জে আতঙ্ক ছড়ায় এলাকায়।
জলপাইগুড়ি জেলা পুলিশের দাবি, এ ধরনের অভিযান প্রতিনিয়ত চলবে। অবৈধ মদ ও মাদক পাচার রুখতে কড়া নজরদারি চালানো হবে বলেও তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে।
