সন্ধ্যা নামলেই শহরে বেরে চলে অবৈধ ভাবে বালি পাচার। ছোট,বড় গাড়ি ব্যাবহার করে বালি মাফিয়ারা দেদার বালি পাচার করে চলে। মাঝে মধ্য পুলিশী অভিযানে এমন কর্মকান্ড আটকানো সম্ভব হলেও থামানো যায়নি বালি চুরি কারবার।রাত নামলেই নদী থেকে বালি,পাথর চুরি করে পুলিশের চোখে ধুলো দিয়ে দেদার এমন কারবার করে চলছে এই বালি কারবারিরা।
গত বৃহস্পতিবার রাত্রে ফের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযানে সরব হল এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।গভীর রাত্রে নৌকাঘাটে পুলিশ পেট্রোলিং এর সময় একটি বালি বোঝাই WB76-2337 নাম্বারের শক্তিমান ট্রাক আটক করে। কোন বৈধ কাগজ পত্র দেখাতে না পারায় ট্রাকে থাকা দুই ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ।
ধৃতরা হল মাটিগাড়ার সুমিত বর্মন ও কোচবিহার শীতলকুচির নিখিল বর্মনকে।পুলিশ সুত্রে জানাগেছে ধৃতরা দির্ঘদিন ধরেই এমন বালি চুরি কারবারের সঙ্গে যুক্ত। শুক্রবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
