মোহাম্মদ ফিরোজ নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল শিলিগুড়ি প্রধান নগর থানার পুলিশ

সোমবার রাতে শিলিগুড়ি প্রধান নগর থানার গুড়ুং বস্তি এলাকায় এক যুবক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে, এই খবর আসে প্রধাননগর থানার কাছে। খবর পাওয়া মাত্রই অভিযান চালায় পুলিশ।

ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করতেই তার কথায় মেলে অসংগতি, এরপর তাকে তল্লাশি চালাতে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। পাশাপাশি উদ্ধার হয় একটি কার্তুজ। এরপর তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

আজ তাকে শিলিগুড়ি আদালতে পেশ করছে প্রধান নগর থানার পুলিশ। ধৃত এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে সংগ্রহ করেছিল এবং কি উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল তার তদন্ত শুরু করেছে প্রধান নগর থানা।