গোপন সূত্রে খবরের ভিত্তিতে টানা দুই জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মদ ও তৈরির সরঞ্জাম উদ্ধার করল বৈকুণ্ঠপুর বনবিভাগের ধুপারহাট ও রাজগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, তবে দুই অভিযুক্তই বনাঞ্চলের ভেতর ও চা বাগানের পথ ধরে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে আরো খবর, ধুপারহাট বৈনাঞ্চলে অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করে ৮টি অ্যালুমিনিয়ামের হাঁড়ি, ৪টি ফানেল ও প্রায় ১২০ লিটার অবৈধ মদ, যা ৬টি প্লাস্টিকের কন্টেনারে রাখা ছিল। অভিযুক্ত ধানেশ রায়, ধূপগুড়ি শিকারপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা, মদ তৈরির প্রস্তুতি নিচ্ছিলেন বলে অভিযোগ। ঘটনায় পুলিশের চোখ এড়িয়ে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে গা ঢাকা দেয় অভিযুক্ত। অভিযানে আরও প্রায় ৫৫০ লিটার ফারমেন্টেড ওয়াশ নষ্ট করা হয়েছে, যা বিভিন্ন পাত্রে রাখা ছিল।
এরপর আবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালানো হয় রাজগঞ্জ থানার অন্তর্গত রাঙ্গারবাড়ি এলাকায়, অভিযুক্ত চন্ডিকা রায়ের বাড়িতে। সেখানে থেকে উদ্ধার করা হয় ৬টি অ্যালুমিনিয়ামের হাঁড়ি, ৪টি ফানেল, প্রায় ২০ কেজি গুড়, ২.৫ কেজি বাখার ও ৩৫ লিটার অবৈধ মদ। অভিযানের টের পেয়ে পাশের চা বাগানের পথ ধরে পালিয়ে যান বলে অভিযোগ। অভিযানে পুলিশ প্রায় ৮২০ লিটার ফারমেন্টেড ওয়াশ নষ্ট করে।
দুই ঘটনায় পৃথক মামলা রুজু হয়েছে। পুলিশ সূত্রে খবর, পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য তল্লাশি জারি রয়েছে।
