ডিউটি সেরে ভোড় রাত্রে কোয়ার্টারের বাইরে বাইক রেখে ঘুমাচ্ছিলেন রেলের আরপিএফ কর্মি বিজয় রায়।আর সেই সুযোগেই বাইক চুরি করে চম্পট দিল বাইক চোর। গত ১৪ই মে ঘটনাটি ঘটেছে এনজেপি থানা সংলগ্ন সেন্ট্রাল কলোনীতে। ঘটনার পরপরই এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করে বাইক মালিক।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। দীর্ঘ প্রায় একমাস তদন্তের পর অবশেষে গত মঙ্গলবার এনজেপি মেইন রোড থেকে সেই চুরি যাওয়া বাইক সহ সাইরুল ইশলামকে গ্রেফতার করে পুলিশ।জানাগেছে ধৃত ফুলবাড়ির বাসিন্দা। দির্ঘদিন ধরেই সে বিভিন্ন অসামাজিক কর্মকান্ডে যুক্ত।
ধৃতকে বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। অন্যদিকে আইনি প্রক্রিয়া মেনে প্রকৃত মালিকের হাতে বাইকটি তুলে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে পুলিশ। চুরির যাওয়া বাইক ফিরে পেয়ে খুশি বাইক মালিক বিজয় রায়।পুলিশী ভুমিকা নিয়েও প্রশংসা করেন তিন।
