বিহারে কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়ল। শুক্রবার কংগ্রেসের ‘ভোটার অধিকার যাত্রা’-য় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর প্রয়াত মা-কে নিয়ে অশালীন মন্তব্য করা হয় বলে অভিযোগ ওঠে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিজেপি তীব্র প্রতিক্রিয়া জানায়।
অভিযোগের জেরে শুক্রবার দুপুরে বিজেপি কর্মীরা পাটনায় কংগ্রেসের প্রাদেশিক কার্যালয় ‘সদাকত আশ্রম’-এর সামনে বিক্ষোভ দেখাতে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও লাঠালাঠি শুরু হয়। ইট–পাটকেল ছোঁড়া হয়, ভাঙচুর হয় বেশ কয়েকটি গাড়ি। হিংসা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় উভয় দলের একাধিক কর্মী আহত হয়েছে।
বিজেপির অভিযোগ, ১০০–১৫০ জন কংগ্রেস কর্মী লাঠি–ডান্ডা নিয়ে হামলা চালিয়েছে। এ ব্যাপারে পাটিলিপুত্র থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। অন্যদিকে কংগ্রেসের দাবি, বিজেপিই পরিকল্পিতভাবে প্ররোচনা দিয়ে অশান্তি সৃষ্টি করেছে।
রাজনৈতিক প্রতিক্রিয়াও তীব্র হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কাছ থেকে প্রকাশ্যে ক্ষমা দাবি করেছে। বিজেপির বক্তব্য, “কংগ্রেস রাজনীতিকে সর্বনিম্ন স্তরে নামিয়ে এনেছে।” অন্যদিকে রাহুল গান্ধী টুইট করে জানান, “মারো–ভাঙো রাজনীতিতে কংগ্রেস নেই। আমরা সত্য ও সংবিধানের পক্ষে লড়াই চালিয়ে যাব।”
এই ঘটনায় বিহারের রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। আসন্ন নির্বাচনের আগে দুই শিবিরের এই সংঘর্ষ রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
