দুই থেকে তিন মাস ধরে বেতন না পেয়ে চরম দুর্দশার মুখে শিলিগুড়ি পলিটেকনিক কলেজের অস্থায়ী কর্মীরা। সাফাই কর্মী, ইলেকট্রিশিয়ান সহ একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবার সঙ্গে যুক্ত এই কর্মীদের বকেয়া বেতন নিয়ে দীর্ঘদিন ধরে কোনও সুরাহা না হওয়ায় শুক্রবার ধৈর্যের বাঁধ ভাঙে।
প্রতিবাদের নজিরবিহীন পদক্ষেপ হিসেবে অস্থায়ী কর্মীরা কলেজের সমস্ত চাবি প্রিন্সিপাল ইন চার্জের হাতে তুলে দিয়ে ধর্নায় বসেন। ফলে কলেজের স্বাভাবিক কাজকর্ম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
কলেজ সূত্রে জানা গিয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট এজেন্সির সঙ্গে যুক্ত থাকায় কর্তৃপক্ষ সরাসরি কোনও সিদ্ধান্ত নিতে পারছে না। তবে কর্মীদের দাবি, বারবার আবেদন জানিয়েও বকেয়া বেতন মেলেনি।
এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করা হয়েছে এবং অবিলম্বে বকেয়া মেটানোর দাবি উঠেছে। পাশাপাশি স্পষ্ট করে দেওয়া হয়েছে, দ্রুত সমাধান না হলে আন্দোলন আরও বৃহত্তর আকার নিতে পারে।
বেতন বকেয়ার জেরে কলেজ চত্বরে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। এখন নজর প্রশাসনের সিদ্ধান্তের দিকে, কবে মিলবে কর্মীদের ন্যায্য প্রাপ্য।
