৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কার্শিয়াংয়ে প্রস্তুতি সভা, থাকছে বিশেষ আয়োজন

সামনে স্বাধীনতা দিবস। প্রতি বছরের মতো এবারও দেশজুড়ে ১৫ই আগস্ট উদযাপনের প্রস্তুতি তুঙ্গে। পাহাড়ি শহর দার্জিলিং ও কার্শিয়াং-এ এই দিনটি পালন করা হয় মহাধুমধামের সঙ্গে। এবারে ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কার্শিয়াং পৌরসভা উদ্যোগে থাকছে একাধিক বিশেষ আয়োজনের পরিকল্পনায়।

আগস্ট মাস পড়ার আগেই স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয় কার্শিয়াংয়ে। এই বৈঠকে উপস্থিত ছিলো কার্শিয়াং শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা, প্রাক্তন সেনা সংগঠনের প্রতিনিধিরা, ক্রীড়া সংগঠনের সদস্যরা সহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সভাপতিত্ব করেন কার্শিয়াং পৌরসভার চেয়ারম্যান ব্রিগেন গুরুং।

বৈঠকে আলোচনা হয়, ৭৮তম স্বাধীনতা দিবসে কী কী অনুষ্ঠান আয়োজিত হবে, কোন কোন স্কুল, সংগঠন ও সংস্থা কী ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বা অংশগ্রহণ করবে – তার একটি সুপরিকল্পিত রূপরেখা নির্ধারণ করা হয়।

এবারের অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তুলতে শুধুমাত্র ছাত্রছাত্রী নয়, প্রাক্তন সেনা সদস্য সাথে ক্রীড়াবিদরাও অংশগ্রহণ করবে বলে জানানো হয়েছে।

স্বাধীনতা দিবস উদযাপনকে কেন্দ্র করে এই বৈঠকের মাধ্যমে শহরজুড়ে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে।