সুভাষপল্লী সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হল উৎসবের প্রস্তুতি

এবছর এই পুজো পদার্পণ করেছে চতুর্থ বছরে। প্রতি বছরের মতো এবারও এলাকা জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের পুজোর মূল থিম ‘নৈহাটির বড়মার মন্দির’। সবার পক্ষে নৈহাটি গিয়ে বড়মার মন্দিরে দর্শন করা সম্ভব হয় না, তাই শিলিগুড়িবাসীরা যেন শহরেই সেই পবিত্র পরিবেশে মায়ের দর্শন লাভের সুযোগ মেলে— সেই ভাবনা থেকেই এই থিমের পরিকল্পনা। আগামীকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে সুভাষপল্লী সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর। পুজো উপলক্ষে এলাকায় শুরু হয়েছে প্রস্তুতির চূড়ান্ত পর্যায়।