CMRS পরিদর্শনের পর চেন্নাই মেট্রো ফেজ–২ চালুর প্রস্তুতি চূড়ান্ত

চেন্নাই মেট্রো রেলের ফেজ–২ প্রকল্পের ট্রেনগুলির নিরাপত্তা পরিদর্শন করেছে কমিশনার অব মেট্রো রেলওয়ে সেফটি (CMRS)। এই পরিদর্শনের ফলে আগামী ফেব্রুয়ারিতে যাত্রী পরিষেবা শুরুর প্রস্তুতি আরও এক ধাপ এগোল। সংশোধিত পরিকল্পনা অনুযায়ী, পুনামল্লী বাইপাস থেকে ভাদাপালানি পর্যন্ত ১৫.৮ কিলোমিটার দীর্ঘ অংশে একসঙ্গে ট্রেন পরিষেবা চালু করা হবে।


এর আগে চেন্নাই মেট্রো রেল লিমিটেড (CMRL) জানিয়েছিল, জানুয়ারির শেষের দিকে পুনামল্লী বাইপাস থেকে পোরুর জংশন পর্যন্ত পরিষেবা শুরু করে পরে ভাদাপালানি পর্যন্ত সম্প্রসারণ করা হবে। তবে যাত্রী পরিষেবা আরও কার্যকর ও নির্বিঘ্ন করতে পুরো করিডর একযোগে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পরিষেবা শুরুর আগে চলতি মাসের শেষ সপ্তাহে CMRS-এর চূড়ান্ত পরিদর্শন হওয়ার কথা। এই করিডর চালু হলে ফেজ–১ নেটওয়ার্কের সঙ্গে সংযোগ বাড়বে এবং যাত্রীদের যাতায়াত আরও সহজ ও স্বচ্ছন্দ হবে, পাশাপাশি শহরের যানজট কমাতেও সহায়ক হবে।