আজ মালদায় আগমন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাজোল কলেজ ময়দানে নির্ধারিত তাঁর দলীয় জনসভাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই জমে উঠেছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সরগরম পুরো এলাকা, তুঙ্গে প্রশাসনিক তৎপরতা।
সভাস্থলে সকাল থেকেই উপস্থিত জেলা পুলিশ ও মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত বিশেষ বাহিনীর আধিকারিকরা। পুলিশের বোম স্কোয়াড, স্নিফার ডগ স্কোয়াড, মেটাল ডিটেক্টর সবই ব্যবহার করে নিশ্ছিদ্র নিরাপত্তা গড়ে তোলা হচ্ছে। মঞ্চ, প্রবেশপথ, দর্শক আসন প্রতিটি জায়গা খতিয়ে দেখা হচ্ছে বারবার।
এদিকে মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে তৃণমূল শিবিরে উচ্ছ্বাস ও উদ্দীপনা তুঙ্গে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতা, কর্মীরা আসতে শুরু করেছে সভাস্থলে। ভিড় নিয়ন্ত্রণ, মঞ্চ সজ্জা ও অন্যান্য প্রস্তুতিতে ব্যস্ত স্থানীয় নেতৃত্ব।
সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে গাজোল কলেজ ময়দানে এখন চূড়ান্ত ব্যস্ততার ছবি। নজর এখন মুখ্যমন্ত্রীর বক্তব্যে।
