উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে জলপাইগুড়িতে জোর প্রস্তুতি লক্ষ্য করা যায়। মুখ্যমন্ত্রীর সকলকে ঘিরে প্রশাসনের জোর তৎপরতা। জলপাইগুড়ি পৌরসভা, বিদ্যুৎ দপ্তর সহ অন্যান্য দপ্তরে আধিকারিক ও কর্মীদের ব্যস্ততা লক্ষ্য করা যায়। আগামীকাল অর্থাৎ বুধবার সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠান রয়েছে জলপাইগুড়িতে।
এই অনুষ্ঠান মঞ্চ থেকেই বেশ কিছু ডিস্ট্রিবিউশন কর্মসূচি রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা যায়। এদিকে জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকা রাস্তার দুধারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ কন্যাশ্রী ( আমি “কন্যাশ্রী” কন্যা ভবিষ্যতের অনন্যা) লক্ষীর ভান্ডার, পাড়ায় সমাধান, সবুজ সাথী সহ সরকারি বিভিন্ন প্রকল্পের ফ্লেক্স-ফেস্টুনে সাজিয়ে তোলা হয়েছে। গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত। এরই মাঝে জলপাইগুড়ি শহরের এবিপিসি ময়দানে মঞ্চ বাধার কাজ চলছে জোর কদমে। ইতিমধ্যেই রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জেলা পরিষদের সভাধিপতি সহ জেলা পরিষদের অন্যান্য সদস্য সহ বিভিন্ন আধিকারিকরা মাঠ পরিদর্শন করতে শুরু করেছেন।
