এসআইআর-এর কাজের উপর চাপ বাড়ছে, বিএলওদের মধ্যে ক্ষোভের আগুন

আজ শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে ছিল বিএলওদের প্রশিক্ষণ বৈঠক। আর সেখানেই আচমকা ক্ষোভে ফেটে পড়েন তারা। তাদের অভিযোগ,তাদের কেবলমাত্র এনুমারেশন ফরম দেওয়া এবং ফিলাপ করিয়ে নেওয়ার কাজে নিয়োগ করা হয়েছিল, কিন্তু বর্তমানে তাদের দিয়ে ডিজিটালাইজেশনের কাজ করানোর নির্দেশ দেওয়া হচ্ছে। তাদের বক্তব্য, এত চাপ তারা নিতে পারবেন না।

বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফরম দেওয়া প্রতিটি মানুষকে সেই ফরম ফিলাপ করানো শেখানো পাশাপাশি সেই ফরম বাড়ি বাড়ি গিয়ে তুলতে হচ্ছে তাদের। পাশাপাশি তাদের ব্যক্তিগত মোবাইল নম্বর দেওয়া হয়েছে সরকারি জায়গায়। সকাল থেকে রাত মানুষ ফোন করছেন তাদের। মানসিক অশান্তিতে রয়েছেন তারা। পরিবার-পরিজন ছেড়ে সকাল থেকে রাত এই কাজ নিয়ে থাকতে হচ্ছে তাদের। বি এল ওদের সাফ কথা এনুমারেশন ফরম জমা এবং তা ফিলাপ করিয়ে নেওয়া ছাড়া তারা আর কোন কাজ করবেন না।

এই দাবিতেই আজ তারা সরব হন দীনবন্ধু মঞ্চে। তারা স্লোগান তুলতে থাকেন বিক্ষোভ দেখান। ডিজিটালাইজেশন এর কাজ তারা কোন মতেই করবেন না বলে জানিয়ে দিয়েছেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শহর শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে। অপরদিকে এই বৈঠকে এবং প্রশিক্ষণ দিতে আসা নির্বাচন কমিশনের প্রতিনিধিরা বিক্ষোভের মুখে পড়ে দীনবন্ধু মঞ্চ ত্যাগ করেন। গোটা ঘটনায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।