দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে মাসের শুরুতেই বড়সড় চমক দিল কেন্দ্রীয় সরকার। ৩৫ টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমাল কেন্দ্র।
কেন্দ্রীয় রসায়ন ও সার মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে হৃদরোগ, ডায়াবিটিসের মতো একাধিক রোগের জন্য জীবনদায়ী ওষুধের দাম কমানো হয়েছে। কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি ওষুধের নতুন দাম ধার্য করেছে।
প্যারাসিটামল, অ্যাসিক্লোফেনাক, অ্যামোক্সিসিলিন, ট্রিপসিন কাইমোট্রিপসিন, অ্যাটোরভ্যাস্টাটিনের মতো কম্বিনেশন ওষুধগুলির পাশাপাশি দাম কমছে সিটাগ্লিপটিন, মেটফর্মিনের মতো অ্যান্টি ডায়াবেটিক ওষুধগুলির। যেমনটা জানা যাচ্ছে, ডক্টর রেড্ডিস ল্যাবরেটরির কম্বিনেশন ওষুধগুলির দাম ১৫ টাকা ১ পয়সা থেকে কমে দাঁড়াচ্ছে ১৩ টাকা।
হৃদরোগের ক্ষেত্রে অ্যাট্রোভ্যাস্টাটিন ৪০ এমজি, ক্লপিডোগ্রেল ৭৫ এমজির কম্বিনেশন ওষুধের দাম কমানো হচ্ছে। শিশুদের জন্য ব্যবহৃত সেফিক্সিম, প্যারাসিটামলের কম্বিনেশন ওষুধ ওরাল সাসপেনশনের দাম কমানো হয়েছে। একাধিক জীবনদায়ী ওষুধের দাম কম করার কথা বলা হয়েছে কেন্দ্রের বিজ্ঞপ্তিতে।
