নদীয়ায় অধ্যক্ষকে মারধর, কান্নায় ভেঙে পড়ে চাকরি ছাড়ার হুঁশিয়ারি

তৃণমূল কংগ্রেসের এক নেতার ভাইয়ের হাতে বেধড়ক মার খাওয়ার পর আতঙ্কে চাকরি ছাড়ার কথা ভাবছেন এক কলেজের অধ্যক্ষ। নদীয়ার চাপড়া এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। TV9 বাংলার ক্যামেরার সামনে অভিযোগ জানাতে গিয়ে কেঁদে ফেলেন অধ্যক্ষ। তিনি দাবি করেছেন, অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়ালেও পুলিশ তাকে গ্রেপ্তার করছে না।

এই ঘটনা শিক্ষামহলে উদ্বেগ তৈরি করেছে এবং একজন অধ্যক্ষের ওপর এমন হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।