বাতাবারি ফার্ম বাজার থেকে শিলিগুড়ি হাসপাতাল পর্যন্ত চালু হলো বেসরকারি বাস পরিষেবা

বাতাবারি ফার্ম বাজার থেকে শিলিগুড়ি হয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল পর্যন্ত চালু হলো বেসরকারি বাস পরিষেবা। আজ থেকে এই পরিষেবা চালু হলো। এদিন বাতাবারি ফার্ম বাজারে ফিতে কেটে এই বাস পরিষেবার সূচনা করেন জেলা পরিষদের সদস্য রেজাউল বাকী, মাটিয়ালি বাতাবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান বিটেন রায়, সমাজসেবী বিমল চন্দ্র রায় সহ অন্যান্যরা।

জানা যায় প্রতিদিন সকাল ৭:৫০ মিনিট নাগাদ বাতাবাড়ি ফার্ম বাজার থেকে এই বাস ছাড়বে। এর ফলে বাতাবারি সহ সংলগ্ন ধুপঝোরা, বিধাননগর বড়দিঘী চা বাগান এলাকার জনগণের সুবিধা হবে। এই সমস্ত এলাকার বহু মানুষ চিকিৎসা সহ অন্যান্য কাজে শিলিগুড়ি ও উত্তরবঙ্গ মেডিকেল ও কলেজ হাসপাতালে যায়।

সেই সমস্ত মানুষদের ক্ষেত্রেও এখন যাতায়াতের সুবিধা হবে। বাতাবারি ফার্ম বাজার থেকে এই বেসরকারি বাস পরিষেবা চালু করার জন্য বাস মালিক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন জেলা পরিষদ সদস্য রেজাউল বাকি সহ অন্যান্যরা। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী উমেশ শা, ফরিদুল ইসলাম সহ অনেকে।