দেশের প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মোদি সরকার। দেশের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম বার্ধক্য ভাতা, এই প্রকল্পের আওতায় ৬০ বছর বয়সের ঊর্ধ্বে রাজ্যের মানুষকে মাসিক এক হাজার টাকা করে ভাতা প্রদান করা হয়ে থাকে। এবার সেই অঙ্কটা বাড়ানোর জন্য রাজ্যকে নির্দেশ দিতে পারে কেন্দ্র।
সামাজিক সুরক্ষায় বার্ধক্যভাতা আগামী দিনে দেড় হাজার টাকা করার কথা রাজ্যকে বলছে কেন্দ্র সরকার। আপাতত রাজ্য সরকার এই খাতে প্রত্যেকের অ্যাকাউন্টে হাজার টাকা করে বার্ধক্যভাতা দিয়ে থাকে। সেই অঙ্কটা বাড়ানোর কথা বলছে কেন্দ্র।
উল্লেখ্য, জাতীয় সমাজ সুরক্ষা প্রকল্পের (এনএসএপি) মাধ্যমে বার্ধক্যভাতা, বিধবা ভাতা এবং বিশেষ ক্ষমতা সম্পন্নদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়াকে ১০০ শতাংশ কেন্দ্রীয় উদ্যোগ বলে দাবি করা হয়ে থাকে। তবে সেই নিয়ম এবার বদলানোর পরিকল্পনা! এই প্রকল্পের আওতায় ৬০ থেকে ৭৯ বছরের বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য ২০০ টাকা করে পেনশন দেয় কেন্দ্র। ৮০ ঊর্ধ্বদের ক্ষেত্রে টাকার পরিমাণ ৫০০।
