পুরোপুরি বাস্তবায়িত হয়নি প্রকল্পের কাজ

বিগত বেশকিছুদিন ধরেই চলছিল জল্পনা, অবশেষে জারি হলো নির্দেশিকা। তবে দীর্ঘ দিন কেটে গেলেও বালুরঘাট-হিলি রেল প্রকল্প এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। দক্ষিণ দিনাজপুরবাসীর বহু প্রতীক্ষিত এই প্রকল্পের কাজ কবে শেষ হবে, তা নিয়ে ধোঁয়াশা কাটছে না।

এই পরিস্থিতিতে হাইকোর্ট রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে, চার সপ্তাহের মধ্যে প্রকল্পের সম্পূর্ণ অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে। রাজ্য আদালতে জানিয়েছে, ৩৮৬ একরের মধ্যে প্রায় ১৭০ একর জমি অধিগ্রহণ শেষ। বাকি ২১৬ একরের প্রক্রিয়া চলছে।

এলাকায় ৯টি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে—তার মধ্যে ৪টির কাজ শেষ, আরও ৪টি তৈরি হচ্ছে। তবে জমি অধিগ্রহণে কিছু আইনি সমস্যা রয়েছে বলেও রাজ্য স্বীকার করেছে। আগামী শুনানিতে হাইকোর্টে আবারও রাজ্য ও রেলের তরফে বিস্তারিত তথ্য জমা দিতে হবে। তখনই স্পষ্ট হবে, প্রকল্পটি আদৌ সময়মতো শেষ করা যাবে কি না।