হিন্দি বুঝতে পারলে বুঝুন, নাহলে শিখে আসুন।
হিন্দি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ।
আমি বাংলা বলবো না।
হ্যাঁ, এই কথাগুলোও হিন্দিতেই বললেন এক সরকারি কর্মী। অভিযোগ, শিলিগুড়ি জেলা হাসপাতালের এক ফার্মাসিস্ট এক রোগীর পরিবারকে এই কথা গুলিই বলেছেন। রোগীর পরিবারের অভিযোগ, তিনি হিন্দি বুঝতে পারছিলেন না, চিকিৎসক কোন ওষুধ কখন খেতে বলেছেন তা তিনি ফার্মাসিস্ট কে বুঝিয়ে দিতে বলেন। কিন্তু অভিযোগ,কর্তব্যরত শিলিগুড়ি জেলা হাসপাতালের ওই ফার্মাসিস্ট বাংলা বুঝলেও নাকি বাংলা বলতে চাইছিলেন না। রোগীর পরিবার ওই ফার্মাসিস্ট কে বাংলাতে বলার অনুরোধ করেন। রোগীর পরিবারের অভিযোগ, সেই সময় ওই ফার্মাসিস্ট রোগীর পরিবারকে বলেন, হিন্দি শিখে আসুন, হিন্দি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, তাই আমি হিন্দিতেই কথা বলব। বাংলাতে বলবো না।
এই ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ হন ওই রোগীর পরিবার। তিনি ঘটনার প্রতিবাদ করেন। তার প্রতিবাদ শুনে অনেকেই এগিয়ে আসেন। ছুটে আসে বাংলা পক্ষ। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন শিলিগুড়ি বাংলা পক্ষের সদস্যরা। ওই রোগীর পরিবার সূত্রে জানা গিয়েছে, সন্তানকে নিয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন তারা। হাসপাতালে এসে ডাক্তার দেখানোর পর তারা চলে যান চিকিৎসকের দেওয়া ওষুধ নিতে ওষুধ বিতরণ কেন্দ্র অর্থাৎ ফার্মাসিস্ট এর কাছে। সেখান থেকে ওষুধ দেবার সময় ফার্মাসিস্ট হিন্দিতে কথা বলছিলেন। রোগীর পরিবারের লোকজন বলেন তারা বুঝতে পারছিলেন না তিনি কি বলছেন। সেই কারণেই তারা ওই ফার্মাসিস্ট কে বাংলায় কথা বলার অনুরোধ করেন। কিন্তু বিষয়টিতে ক্ষুব্ধ ফার্মাসিস্ট বলেন, হিন্দি শিখে আসুন, হিন্দি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, তিনি বাংলায় বলবেন না।
এরপর ওই রোগীর পরিবার তার শিশুকে নিয়ে হাসপাতালের সামনে একটি ওষুধের দোকানে যান। ওষুধগুলি কখন খেতে হবে তা বোঝার জন্য। সেখানে গিয়ে তারা জানতে পারেন চিকিৎসক যে ওষুধ দিয়েছেন ফার্মাসিস্ট ঠিক তা দেননি। তারা জানতে পারেন চিকিৎসক যেই ওষুধ দিয়েছেন সেই ওষুধের জায়গায় ওই ফার্মাসিস্ট আরেকটি ওষুধ ভুল করে দিয়ে দেন। এরপর তিনি এসে ফার্মাসিস্টকে বিষয়টি বললে ওই ফার্মাসিস্টের পাশে বসে থাকা অপর ফার্মাসিস্ট চটপট করে ওই ওষুধটি বদলে দেন। তখনো ওই মহিলা ফার্মাসিস্ট বাংলায় কথা বলেননি বলেই অভিযোগ এবং বিষয়টির প্রতিবাদ করতেই অন্যান্য ফার্মাসিস্টরা ওই ফার্মাসিস্ট কে ওই কক্ষ থেকে বের করে দেন বলেও অভিযোগ। গোটা ঘটনায় ময়দানে বাংলা পক্ষ। অভিযুক্ত ফার্মাসিস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তারা।
শিলিগুড়ি জেলা হাসপাতালে এক সরকারি কর্মীর বাংলা বলতে অস্বীকার করায় প্রতিবাদ
