রাস্তার দাবিতে বটতলা গ্রামে বিক্ষোভ

মালদার চাঁচল ১ নং ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বটতলা গ্রামে রাস্তার দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী। অভিযোগ, প্রায় দেড় বছর আগে পঞ্চায়েত থেকে রাস্তার জন্য টেন্ডার হয়েছিল, বোর্ডও লাগানো হয়েছিল, কিন্তু কাজ শুরু হয়নি আজও। বর্ষাকালে কাদা-জলে পায়ে হেঁটেও চলাচল অসম্ভব হয়ে পড়ে। অ্যাম্বুলেন্স বা দমকল তো দূরের কথা, সাধারণ যানবাহনও ঢুকতে পারে না গ্রামে।

স্থানীয়দের অভিযোগ, উন্নয়নের ছোঁয়া থেকে বহু দূরে বটতলা গ্রাম। গ্রামে ঢোকার পথে রাস্তার কাজ অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। ভিতরের রাস্তাগুলিতে একটুও পিচ ঢালাই হয়নি। এর জেরে রোগী বা প্রসূতিকে চিকিৎসার জন্য নিয়ে যেতে হয় খাটিয়ায় করে। শনিবার এক বৃদ্ধ অসুস্থ হয়ে পড়লে এলাকার যুবকেরা খাটিয়ায় করে তাকে হাসপাতালে নিয়ে যান। সেই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসী, রাস্তার দাবিতে বিক্ষোভে সামিল হন।

গ্রামবাসীদের অভিযোগ, রাতের অন্ধকারে কেউ বা কারা রাস্তার কাজের বোর্ড গায়েব করে দিয়েছে। টেন্ডারের পরেও কাজ না হওয়ায় তারা দুর্নীতির অভিযোগ তুলেছেন। দাবি, রাস্তার টাকা আত্মসাৎ হয়েছে। দ্রুত রাস্তা না হলে আসন্ন নির্বাচনে ভোট বয়কটের হুমকিও দিয়েছেন তারা।

স্থানীয়রা জানান, এর আগে ব্লক দপ্তরে গিয়ে অভিযোগ জানিয়েও কোনও ফল মেলেনি। আধিকারিকদের এলাকায় আসার অনুরোধ করলেও কেউ কর্ণপাত করেননি। এই নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত হওয়ায় বিজেপি সরাসরি শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।