পেনশন বৃদ্ধির দাবি নিয়ে বিক্ষোভ জলপাইগুড়ির বিডিও দপ্তরের সামনে

বিভিন্ন দাবিতে সদর বিডিও দপ্তরের সামনে বিক্ষোভ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশন সমিতির। পেনশনাস সমিতির সদস্যদের পেনসন বাড়ানো সহ আরোও বিভিন্ন দাবি নিয়ে আজ সদর বিডিও এর দপ্তরে সারকলিপি প্রদান পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী পেনসনাস সমিতি জলপাইগুড়ি।

এই বিষয়ে পশ্চিম বঙ্গ রাজ্য সরকারী পেনসনাস সমিতি সম্পাদক গৌরাঙ্গ রায় বলেন স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন অসুবিধা আমাদের রয়েছে সাথে বেড়েছে ঔষধ পত্রের দামও তাইপেনশন টিও বাড়ানোর দাবি রাখেন তিনি।