অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়ন শ্রম কোড বাতিল ও ওষুধের উপর থেকে GST প্রত্যাহারের দাবিতে আগামীকাল আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন সংগঠনের সদস্যরা।
সংগঠনের দাবি, কেন্দ্রীয় সরকার ৪৪টি শ্রম আইন বাতিল করে ৪টি শ্রম কোড চালু করে শ্রমিক স্বার্থ খর্ব করেছে। এর প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন চলছে।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, জীবনদায়ী ওষুধে ১৮ শতাংশ GST অমানবিক এবং অবিলম্বে তা প্রত্যাহার করা উচিত।
পাশাপাশি সেলস কর্মীদের ন্যূনতম মজুরি আইন কার্যকর করার দাবিও জানানো হয়েছে। শ্রমিক স্বার্থে প্রয়োজনে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠন।
