সেনাবাহিনীর মঙ্গল কামনার জন্য পূজার আয়োজন

বিজেপি নেতা ও কর্মীদের উপোস থেকে সেনাবাহিনীর মঙ্গল কামনায় পুজো অনুষ্ঠিত হলো সারা ভারতের সাথে জলপাইগুড়িতে ও। ভারতীয় সেনা বাহিনীর সুরক্ষা ও মঙ্গল কামনায় জলপাইগুড়ি কদমতলা শ্যাম মন্দিরে পূজা, জলপাইগুড়ি বিজেপি মন্ডল ১ র পক্ষ থেকে।

আজকের পুজো দেবাতে উপস্থিত ছিলেন বিধানসভার co কনভেনর বাপি রায়,জলপাইগুড়ি বিজেপি মন্ডল ১র সভাপতি মনোজ কুমার শাহ, সাধারণ সম্পাদক পারিজাত গোষ এবং মন্ডল ১ র কার্যকর্তা রা। সেনা বাহিনীর মঙ্গল কামনায় প্রার্থনা ও করা হয় আজকে।