বিশ্ব বিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

অভিযোগ উঠেছে বারংবার। কিন্তু শোনা হয়নি অভিযোগ। বারংবারই প্রশ্ন ওঠে নিরাপত্তা নিয়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠে আসছিল। এবার সেই বিষয়ে সরাসরি অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট।

নিরাপত্তা জোরদার করার কাজে দেরি, সিসিটিভি না বসানো থেকে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী নিয়োগে গাফিলতি, সব মিলিয়ে আদালতের কড়া নজর এখন রাজ্য সরকার ও বিশ্ববিদ্যালয়ের উপর। প্রসঙ্গত, এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে রাজ্য সরকার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সক্রিয়তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

সি সিটিভি ক্যামেরা বসানো ও নিরাপত্তারক্ষী মোতায়েনের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা দেখে বিস্ময় প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেন। বেঞ্চ পরিষ্কার জানিয়েছে, যাদবপুরের মতো একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা নিয়ে কোনও শিথিলতা গ্রহণযোগ্য নয়।