প্রতি বছরের মতো এবারও মকর সংক্রান্তিতে সাগরদ্বীপে অনুষ্ঠিত হবে গঙ্গাসাগর মেলা। লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমে মুখরিত হয়ে ওঠে এই মেলা। গঙ্গা ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থলে পবিত্র স্নান করতে দেশ-বিদেশের অসংখ্য ভক্ত এখানে সমবেত হন। পুণ্যার্থীদের বিপুল আগমন সামাল দিতে এবং যাত্রাকে নির্বিঘ্ন, নিরাপদ ও আরামদায়ক করতে, পূর্ব রেল কলকাতা/হাওড়া/শিয়ালদহ হয়ে কাকদ্বীপ ও নামখানা স্টেশনের মাধ্যমে সাগরদ্বীপগামী যাত্রীদের সুবিধার্থে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে। এই অতিরিক্ত পরিকাঠামো, সুযোগ-সুবিধা ও বিশেষ ট্রেন পরিষেবা আগামী ১৬ই জানুয়ারি, ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।
যাত্রীদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে শিয়ালদহ, হাওড়া, নামখানা, কাকদ্বীপ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেশনে ব্যাপক পরিচ্ছন্নতা ও স্যানিটেশন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুণ্যার্থীদের যাতায়াত সহজ করতে মেলা চলাকালীন হাওড়া ও শিয়ালদহের মধ্যে কলকাতা মেট্রো বিশেষ অতিরিক্ত পরিষেবা চালাবে।যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত আরপিএফ কর্মী মোতায়েন করা হবে এবং সিসিটিভি নজরদারি ব্যবস্থা কার্যকর থাকবে।
যাত্রীদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে ইংরেজি, বাংলা ও হিন্দি ভাষায় নিয়মিত ঘোষণা এবং দিক নির্দেশক সাইনেজ প্রদান করা হবে। রেল আধিকারিকরা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন, যাতে যাত্রীরা নির্বিঘ্নে যাত্রা করতে পারে।গঙ্গাসাগর মেলা ২০২৬-কে সর্বাঙ্গীন সাফল্যমণ্ডিত করতে এবং সকল পুণ্যার্থীর জন্য নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও আনন্দদায়ক যাত্রা নিশ্চিত করতে পূর্ব রেল অঙ্গীকারবদ্ধ, বলে জানিয়েছেন ডিআরএম শিয়ালদহ।
