স্বচ্ছতা অভিযানে নেমে মালদা শহর সংলগ্ন প্রায় ৫০০ মিটার রেললাইন পরিষ্কার করল রেল ডিভিশন ও ইংরেজবাজার পৌরসভা। শনিবার শুরু হওয়া এই অভিযানে রথবাড়ি থেকে মালদা স্টেশন পর্যন্ত রেললাইনের ধারে পড়ে থাকা আবর্জনা এবং গজিয়ে ওঠা জঙ্গল সাফাই করা হয়।
দীর্ঘদিন ধরে রেললাইনের ধারে বসবাসকারীরা নিত্যদিনের আবর্জনা ফেলে দিচ্ছিলেন ট্র্যাকের উপর। এতে শুধু নোংরা পরিবেশই তৈরি হচ্ছিল না, বরং যাত্রী ও ট্রেন চলাচলেও সমস্যা তৈরি হচ্ছিল। স্বচ্ছতা অভিযানের মাধ্যমে রেললাইন সংলগ্ন এলাকাবাসীদের সচেতন করা হয়, যাতে তারা আর রেললাইনের উপর আবর্জনা না ফেলেন।
অভিযানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, রেলের আধিকারিক প্রদীপ দাস সহ অন্যান্য আধিকারিকরা। কৃষ্ণেন্দুবাবু জানান, “শহর ও রাজ্য পরিষ্কার রাখার জন্য রেল ও পৌরসভা একসঙ্গে এই উদ্যোগ নিয়েছে। রেললাইনের ধারে বসবাসকারী মানুষদেরও সচেতন করা হচ্ছে।”
রেল আধিকারিক প্রদীপ দাস বলেন, “প্রায় ৫০০ মিটার রেললাইন এই অভিযানের মাধ্যমে আবর্জনামুক্ত করা হয়েছে। নিয়মিত এই কাজ চালিয়ে গেলে মালদা শহরের রেলপথ পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে।”
