উত্তরবঙ্গে শুরু বৃষ্টি, দার্জিলিং–জলপাইগুড়িতে আকাশ মেঘলা

শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘মন্থা’। এর প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা ও দিনাজপুরের একাধিক জায়গায় আকাশ মেঘলা ও বৃষ্টিপাত চলছে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি বর্তমানে উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন তেলেঙ্গানা অঞ্চলে অবস্থান করছে ও ধীরে ধীরে উত্তর ও উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

৩১ অক্টোবর শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ওই দিন ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া মালদা ও উত্তর দিনাজপুরেও সেদিন ভারী বৃষ্টি হতে পারে।

৩০ অক্টোবর থেকেই দার্জিলিং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি জোরদার হবে। পাশাপাশি ৩১ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়া বইবে বলে জানানো হয়েছে।

শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকায় বৃহস্পতিবার সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি চলছে। আবহাওয়ার এই পরিবর্তনে তাপমাত্রার পারদ কিছুটা নেমে গিয়েছে। দিনভর মেঘলা আকাশে সূর্যের দেখা মেলেনি।