বৃষ্টিতে কোনো সমস্যা হবে না পরীক্ষার্থীদের

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে সেপ্টেম্বরের শুরুতেই থাকছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার।

শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেমেস্টারের রুটিন। কিন্তু কাউন্সিলের চিন্তা বাড়িয়ে তুলেছে বৃষ্টি। এবারের অতিরিক্ত বৃষ্টির পরিস্থিতি সেপ্টেম্বরেও যে পরীক্ষায় ব্যাঘাত ঘটাতে পারে, তেমনটাই আশঙ্কা করছে কাউন্সিল। পরীক্ষার্থীদের যাতে কোনও সমস্যা না হয় তার জন্য এবার বড় উদ্যোগ নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

জানা যাচ্ছে, এমন কেন্দ্র বেছে নেওয়া হয়েছে যেখানে বৃষ্টি হলেও জল জমার সমস্যা থাকছে না। তবে যদি কোনও কারণে জল জমেও সেক্ষেত্রে দ্রুত যাতে বিকল্প পরীক্ষা কেন্দ্রে স্থানান্তরিত করা যায় সেই ব্যবস্থাও রাখা হচ্ছে। ২২ শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে পরীক্ষা।